মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৩৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
২. তৃতীয় অনুচ্ছেদ - বিয়ের ওয়ালী (অভিভাবক) এবং নারীর অনুমতি গ্রহণ প্রসঙ্গে
৩১৩৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কোন নারী কোন নারীকে বিবাহ দিতে পারে না এবং নিজকেও বিবাহ দিতে পারে না। ব্যভিচারিণী সেই নারী যে নিজেকে বিবাহ দিয়াছে। — ইবনে মাজাহ্
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عَلَيْهِ وَسلم: «لَا تزوج الْمَرْأَة الْمَرْأَةَ وَلَا تُزَوِّجُ الْمَرْأَةُ نَفْسَهَا فَإِنَّ الزَّانِيَةَ هِيَ الَّتِي تُزَوِّجُ نَفْسَهَا» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

আমাদের ইমাম ছাহেবের মতে ইহা ‘নিহিয়ে তানযীহি', এইরূপ বিবাহ না দেওয়া মোস্তাহাব, তবে দিলে জায়েয হইবে। অথবা এখানে সাক্ষী ব্যতীত বিবাহের কথাই বলা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৩৭ | মুসলিম বাংলা