মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৫১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিয়ের প্রচার, প্রস্তাব ও শর্তাবলী প্রসঙ্গে
৩১৫১। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন গুরুত্বপূর্ণ কাজই আল্লাহর প্রশংসার সাথে শুরু করা না হইবে, তাহা হইবে বরকতহীন। —ইবনে মাজাহ্
كتاب النكاح
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ أَمْرٍ ذِي بَالٍ لَا يُبْدَأُ فِيهِ بِالْحَمْدِ لِلَّهِ فَهُوَ أَقْطَعُ» . رَوَاهُ ابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

অন্য বর্ণনায় আছে, যাহা বিসমিল্লাহর সহিত শুরু করা না হয়। সুতরাং মুসলমানদের ভাষণ আল্লাহর নামে ও আল্লাহর প্রশংসার সাথে আরম্ভ হওয়া উচিত।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৫১ | মুসলিম বাংলা