মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৬২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. প্রথম অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৬২। সেই হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা আমার দুধ চাচা আসিলেন এবং আমার নিকট উপস্থিত হইতে অনুমতি চাহিলেন। আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা ব্যতীত তাহাকে অনুমতি দিতে অস্বীকার করিলাম, অতঃপর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলেন আর আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম। হুযুর বলিলেনঃ তিনি তোমার চাচা। সুতরাং তাহাকে অনুমতি দাও। আয়েশা বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আমাকে তো নারীই দুধ পান করাইয়াছেন, পুরুষ তো পান করান নাই। তখনও রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তবু তিনি তোমার চাচাই। সুতরাং তিনি তোমার নিকট আসিতে পারেন। আয়েশা বলেন, ইহা আমাদের প্রতি পর্দা ফরয হওয়ার পরের ঘটনা। মোত্তা
كتاب النكاح
وَعَنْهَا قَالَتْ: جَاءَ عَمِّي مِنَ الرَّضَاعَةِ فَاسْتَأْذَنَ عَلَيَّ فَأَبَيْتُ أَنْ آذَنَ لَهُ حَتَّى أَسْأَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُهُ فَقَالَ: «أَنَّهُ عَمُّكِ فَأْذَنِي لَهُ» قَالَت: فَقلت: يَا رَسُولَ اللَّهِ إِنَّمَا أَرْضَعَتْنِي الْمَرْأَةُ وَلَمْ يرضعني الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّه عمك فليلج عَلَيْك» وَذَلِكَ بَعْدَمَا ضرب علينا الْحجاب
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩১৬২ | মুসলিম বাংলা