মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩১৭৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৭৭। হযরত নওফেল ইবনে মুআবিয়া (রাঃ) বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করিলাম তখন আমার অধীনে পাঁচটি নারী ছিল। অতঃপর আমি নবী করীম (ﷺ)-কে জিজ্ঞাসা করিলাম। তিনি বলিলেনঃ একটিকে পৃথক করিয়া দাও, আর চারিটি রাখ। সুতরাং আমি আমার সর্বপ্রথমা সহচরীকে বাছিয়া লইলাম, যে ৬০ বছর যাবৎ বাঁঝা ছিল এবং তাহাকেই পৃথক করিয়া দিলাম। —শরহে সুন্নাহ
كتاب النكاح
وَعَنْ نَوْفَلِ بْنِ مُعَاوِيَةَ قَالَ: أَسْلَمْتُ وَتَحْتِي خَمْسُ نِسْوَةٍ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «فَارِقْ وَاحِدَةً وَأَمْسِكْ أَرْبَعًا» فَعَمَدْتُ إِلَى أَقْدَمِهِنَّ صُحْبَةً عِنْدِي: عَاقِرٍ مُنْذُ سِتِّينَ سنة ففارقتها. رَوَاهُ فِي شرح السّنة
tahqiqতাহকীক:তাহকীক চলমান