মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৮১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - যে নারীদেরকে বিয়ে করা হারাম
৩১৮১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলিয়াছেন, রক্ত সম্পর্কের কারণে সাত জন এবং বিবাহ বন্ধনের কারণে সাত জন নারী হারাম করা হইয়াছে। অতঃপর তিনি এই আয়াত পাঠ করিলেন, “তোমাদের প্রতি হারাম করা হইয়াছে তোমাদের মা” – হইতে শেষ পর্যন্ত। — বোখারী
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: حُرِّمَ مِنَ النَّسَبِ سَبْعٌ وَمِنَ الصِّهْرِ سَبْعٌ ثُمَّ قَرَأَ: (حُرِّمَتْ عَلَيْكُم أُمَّهَاتكُم)
الْآيَة. رَوَاهُ البُخَارِيّ
الْآيَة. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
এই সাত জন কাহারা কাহারা তাহা আয়াতসহ অধ্যায়ের ভূমিকায় বর্ণনা করা হইয়াছে।