মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২০৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মোহর
৩২০৬। হযরত আমের ইবনে রবীআ (রাঃ) হইতে বর্ণিত আছে, বনী ফাযারা গোত্রের একটি নারী এক জোড়া স্যাণ্ডেলের বিনিময়ে বিবাহ বসিল। অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি এক জোড়া স্যাণ্ডেলের বিনিময়ে নিজকে সপর্দ করিতে রাযী আছ? সে বলিল, জি হ্যাঁ। তখন হুযূর উহার অনুমতি দিলেন। —তিরমিযী
كتاب النكاح
وَعَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ: أَنَّ امْرَأَةً مَنْ بَنِي فَزَارَةَ تَزَوَّجَتْ عَلَى نَعْلَيْنِ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَضِيتِ مِنْ نَفْسِكِ وَمَالِكِ بِنَعْلَيْنِ؟» قَالَتْ: نَعَمْ. فَأَجَازَهُ. رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলিলেও ইবনে জওযী, ইবনে মায়ীন ও ইবনে হেব্বানের মতে উহার রাবী আসেম ইবনে ওবায়দুল্লাহ্ যয়ীফ, গ্রহণের অযোগ্য। আর সহীহ্ হইলে উহা নগদ মহর সম্পর্কেই উক্ত হইয়াছে বলিয়া ধরিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান