মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২২৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
৮. তৃতীয় অনুচ্ছেদ - ওয়ালীমাহ্ (বৌভাত)
৩২২৭। ’ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফাসিকগণের দা’ওয়াত গ্রহণ করতে নিষেধ করেছেন। বায়হাক্বী
كتاب النكاح
وَعَن عمرَان ين حُصَيْنٍ قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِجَابَة طَعَام الْفَاسِقين