মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩২৮৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. দ্বিতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৮৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তালাকমাত্রই কার্যকর হয়, বুদ্ধিহীন মতিভ্রম ব্যতীত। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব, রাবী আতা ইবনে আজলান যয়ীফ, হাদীসে ভুলকারী।
كتاب النكاح
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ طَلَاقٍ جَائِزٌ إِلَّا طَلَاقَ الْمَعْتُوهِ وَالْمَغْلُوبِ عَلَى عَقْلِهِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ وَعَطَاءُ بْنُ عجلانَ الرَّاوي ضعيفٌ ذاهبُ الحَدِيث
হাদীসের ব্যাখ্যা:
'মতিভ্রম'—মূলে 'মা'তূহ্' শব্দ রহিয়াছে। যাহার অর্থ, এমন ব্যক্তি যে বকাবকি ও গালি-গালাজ করে না সত্য; কিন্তু জ্ঞান-বুদ্ধি মত কথা বলে না—কেহ কেহ ইহার অর্থ পাগলও করিয়াছেন। এ হাদীসটি যয়ীফ হইলেও এ মর্মের পরের হাদীসটি সহীহ। সুতরাং ইহার মর্ম সহীহ।