মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৯৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩২৯৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, হালালাকারী এবং যাহার জন্য হালালা করা হয়, উভয়ের প্রতি আল্লাহর রাসূল অভিশাপ করিয়াছেন। —দারেমী।
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: لَعَنَ رسولُ الله المحلّلَ والمُحلَّلَ لَهُ. رَوَاهُ الدَّارمِيّ

হাদীসের ব্যাখ্যা:

অপর হাদীসে হালালাকারীকে ধারের ষাঁড় বলা হইয়াছে। কেহ কাহারও তিন তালাক দেওয়া নারী এ শর্তে বিবাহ করিল যে, সে সহবাস করিয়া ছাড়িয়া দিবে, যাহাতে প্রথম স্বামী বিবাহ করিতে পারে—এই ব্যক্তিকে 'মুহাল্লেল' বা হালালাকারী বলে। ইমাম আবু হানীফার মতে এইরূপ বিবাহ জায়েয, তবে মাকরূহ তাহরিমী। কিন্তু ইমাম আবু ইউসুফ, মালেক (এক মত অনুসারে শাফেয়ী) ও ইমাম আহমদের মতে এইরূপ বিবাহ ফাসেদ। প্রথম স্বামীর পক্ষে ঐ নারীর বিবাহ জায়েয নহে। হাঁ, শর্তে আবদ্ধ না হইয়া যদি কেহ প্রথম স্বামীর উপকারার্থে বিবাহ করে এবং পরে ছাড়িয়া দেয় তাহাতে সে পুণ্য লাভ করিবে। হাদীস তাহার প্রতি প্রযোজ্য নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান