মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩২৯৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩২৯৮। তাবেয়ী হযরত সুলায়মান ইবনে ইয়াসার (রঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দশের অধিক সাহাবীকে পাইয়াছি। তাঁহারা সকলেই ইলাকারীকে আব্দ্ধ রাখার কথা বলিতেন। —শরহে সুন্নাহ
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: أَدْرَكْتُ بِضْعَةَ عَشَرَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَقُولُ: يُوقَفُ الْمُؤْلِي. رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

অনেক সাহাবী এবং ইমাম মালেক, শাফেয়ী ও ইমাম আহমদের মতে ইলার মুদ্দত শেষ হওয়ার সাথে সাথে তাহার স্ত্রী তালাক হইয়া যাইবে না। তখন আবদ্ধ রাখিয়া বলা হইবে, তুমি তাহাকে গ্রহণ কর এবং কাফফারা আদায় কর, অন্যথায় তাহাকে তালাক দিয়া দাও। ইহাতে সে সম্মত না হইলে ইমাম শাফেয়ীর মতে কাযী তাহাদের বিবাহবন্ধন ছিন্ন করিয়া দিবেন। কিন্তু হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত ইবনে মাসউদ, যায়দ ইবনে সাবেত, ইবনে আব্বাস (রাঃ) এবং ইমাম আবু হানীফা (রঃ) বলেন, “ইলার মুদ্দত শেষ হওয়ার সাথে সাথে সে বায়েন তালাক হইয়া যাইবে।” (আশেঅ্যা ও মেরকাত)
tahqiqতাহকীক:তাহকীক চলমান