মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩০১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩৩০১। সুলায়মান ইবনে ইয়াসার হযরত সালামা ইবনে সাখর হইতে, তিনি নবী করীম (ﷺ) হইতে যেহারকারী সম্পর্কে বর্ণনা করেন, যে কাফফারা দেওয়ার আগে সহবাস করিয়া বসে, তাহারও একটি মাত্র কাফফারা দিতে হইবে। — তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب النكاح
وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ سَلَمَةَ بْنِ صَخْرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمُظَاهِرِ يُوَاقِعُ قَبْلَ أَنْ يُكَفِّرَ قَالَ: «كَفَّارَة وَاحِدَة» . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

একটি মাত্র ‘কাফফারা দিতে হইবে—অর্থাৎ, 'কাফফারা' আদায় করার পূর্বে সহবাস করিয়াছে বলিয়া তাহার কাফফারা দুইটি হইবে না। তবে আল্লাহর নিকট ক্ষমা চাহিতে হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান