মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩২০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২০। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার বাপ ও দাদা পরম্পরায় বর্ণনা করেন যে, এক ব্যক্তি দাড়াইয়া বলিল, ইয়া রাসূলাল্লাহ্। অমুক আমার ছেলে, আমি জাহেলিয়াত যুগে তাহার মায়ের সঙ্গে যেনা করিয়াছিলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ ইসলামে সন্তানের এইরূপ দাবী নাই। জাহেলিয়াতের নিয়ম শেষ হইয়া গিয়াছে। সন্তান বিছানার আর যেনাকারের জন্য পাথর বা বঞ্চিত হওয়া। –আবু দাউদ
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: قَامَ رَجُلٌ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَلَانًا ابْنِي عَاهَرْتُ بِأُمِّهِ فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا دِعْوَةَ فِي الْإِسْلَامِ ذَهَبَ أَمْرُ الْجَاهِلِيَّةِ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
সন্তান বিছানার—অর্থাৎ, মা বৈধভাবে যাহার বিছানায় (অধীন) ছিল সন্তানও তাহারই।