মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩২২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৪. তৃতীয় অনুচ্ছেদ - লিআন
৩৩২২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) যখন দুই লেআনকারী স্বামী-স্ত্রীকে লেআন করিতে বলিলেন, এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, পঞ্চমবার বলিবার সময় সে যেন লেআনকারীর মুখে হাত দেয় এবং বলিলেন, ইহা নির্ধারণকারী। —নাসায়ী
كتاب النكاح
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا حِينَ أَمَرَ الْمُتَلَاعِنَيْنِ أَنْ يَتَلَاعَنَا أَنْ يَضَعَ يَدَهُ عِنْدَ الْخَامِسَةِ عَلَى فِيهِ وَقَالَ: «إِنَّهَا مُوجِبَةٌ» . رَوَاهُ النَّسَائِيُّ
হাদীসের ব্যাখ্যা:
নির্ধারণকারী—অর্থাৎ, আল্লাহর লা'নত বা গযব অথবা বিবাহের বিচ্ছেদ নির্ধারণ করিবে। পরে পস্তাইলে চলিবে না।