আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
হাদীস নং: ৩৮২৭
আন্তর্জাতিক নং: ৪১৩১
- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
২১৯৫. যাতুর রিকার যুদ্ধ।
৩৮২৭। মুসাদ্দাদ (রাহঃ) .... সাহল ইবনে আবু হাসমা (রাযিঃ) সূত্রে নবী কারীম (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب المغازى
بَابُ غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ
4131 - حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ القَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مِثْلَهُ،
বর্ণনাকারী: