মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩২৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩২৬। তাবেয়ী সায়ীদ ইবনে মুসাইয়্যাব (রঃ) বলেন, স্বামীর আত্মীয়দের সাথে দুর্ব্যবহারের কারণেই ফাতেমাকে স্থানান্তরিত করা হইয়াছিল। শরহে সুন্নাহ
كتاب النكاح
وَعَن سعيدِ بنِ المسيِّبِ قَالَ: إِنَّمَا نُقِلَتْ فَاطِمَةُ لِطُولِ لِسَانِهَا عَلَى أحمائِها. رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

(ক) ইদ্দতকালে ফাতেমার স্বামী-গৃহ হইতে স্থানান্তরের কারণ এ দুই হাদীসে দুইটি বলা হইয়াছে। তবে এক সাথে উভয় কারণও হইতে পারে। মোটকথা, ফাতেমার স্থানান্তর ইদ্দতকালে ‘সোকনা' (আবাস) পাইবে না এ কারণে হয় নাই। (খ) ইহাতে একথা বুঝা গেল যে, স্বামী-গৃহে ইদ্দত পালনে অসুবিধা হইলে অন্য গৃহেও এ ইদ্দত পালন করা যায়। তিন তালাকের পর এ যুগে ইহাই সমীচীন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৩২৬ | মুসলিম বাংলা