মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৩১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. প্রথম অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩১। হযরত উম্মে আতিয়া (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কোন স্ত্রীলোক যেন কোন মৃতের জন্য তিন দিনের অধিক শোক পালন না করে, স্বামীর জন্য চারি মাস দশ দিন ব্যতীত। উহাতে সে যেন রং করা সুতার কাপড় ব্যতীত কোন রং্গিন কাপড় না পরে, সুরমা না লাগায়। ঋতু হইতে পাক হওয়াকালে সামান্য 'কুসত' ও 'আযফার ব্যতীত যেন কোন সুগন্ধি স্পর্শ না করে। — মোত্তাঃ, কিন্তু আবু দাউদ অধিক বর্ণনা করিয়াছেন এবং খেজাবও না করে।
كتاب النكاح
وَعَن أُمِّ عطيَّةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تُحِدُّ امْرَأَةٌ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلَاثٍ إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا وَلَا تَلْبَسُ ثَوْبًا مَصْبُوغًا إِلَّا ثَوْبَ عَصْبٍ وَلَا تكتحِلُ وَلَا تَمَسُّ طِيبًا إِلَّا إِذَا طَهُرَتْ نُبْذَةً مِنْ قُسْطٍ أَوْ أَظْفَارٍ» . مُتَّفَقٌ عَلَيْهِ. وَزَادَ أَبُو دَاوُدَ: «وَلَا تختضب»

হাদীসের ব্যাখ্যা:

(১) ইহাতে বুঝা গেল যে, স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করা ফরয। তবে ইমাম আবু হানীফার মতে নাবালেগা ইহা হইতে বাদ থাকিবে। (২) কুসত এবং আযফার দুই রকমের ভারতীয় কাঠ, যাহাতে খোশবু থাকে এবং ঔষধে ব্যবহৃত হয়। কেহ কুসতের অর্থ ‘কুট’ করিয়াছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৩৩১ | মুসলিম বাংলা