মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৩২
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩২। তাবেয়ীয়া যয়নাব বিনতে কা'ব হইতে বর্ণিত আছে যে, হযরত আবু সায়ীদ খুদরীর ভগ্নী ফুরাইআ বিনতে মালেক ইবনে সিনান তাহাকে বলিয়াছেন, তিনি ইদ্দত পালনের জন্য তাহার বাপের বংশ বনী-খুদরীতে যাইতে পারেন কিনা জিজ্ঞাসা করার জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসিলেন। কেননা, তাঁহার স্বামী তাঁহার কতক পলাতক দাসের অনুসন্ধানে গিয়াছিলেন। তাঁহাকে তাহারা হত্যা করিয়া ফেলিয়াছিল। যয়নাব বলেন, ফুরাইআ রাসূলুল্লাহ্ (ﷺ)কে জিজ্ঞাসা করিলেন, আমি বাপের বাড়ী যাইতে পারি কিনা? কেননা, আমার স্বামী আমাকে তাঁহার মালিকী বাড়ীতে রাখিয়া যান নাই এবং আমার জন্য খোরপোষও রাখিয়া যান নাই। ফুরাইআ বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হ্যাঁ। আমি রওয়ানা হইলাম, এমন কি যখন আমি তাঁহার হুজরা শরীফ অথবা মসজিদ পর্যন্ত পৌঁছিলাম, তিনি আমাকে পুনরায় ডাকিলেন এবং বলিলেন, তুমি তোমার ঘরেই থাক যাবৎ না ইদ্দত শেষ হইয়া যায়। ফুরাইআ বলেন, অতঃপর আমি উহাতে চারি মাস দশ দিন ইদ্দত পালন করিলাম। –মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَن زَيْنَب بنت كَعْب: أَنَّ الْفُرَيْعَةَ بِنْتَ مَالِكِ بْنِ سِنَانٍ وَهِيَ أُخْتُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَخْبَرَتْهَا أَنَّهَا جَاءَتْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ أَنْ تَرْجِعَ إِلَى أَهْلِهَا فِي بَنِي خُدْرَةَ فَإِنَّ زَوْجَهَا خَرَجَ فِي طَلَبِ أَعْبُدٍ لَهُ أَبَقُوا فَقَتَلُوهُ قَالَتْ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَرْجِعَ إِلَى أَهْلِي فَإِنَّ زَوْجِي لَمْ يَتْرُكْنِي فِي مَنْزِلٍ يَمْلِكُهُ وَلَا نَفَقَةٍ فَقَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ» . فَانْصَرَفْتُ حَتَّى إِذَا كُنْتُ فِي الْحُجْرَةِ أَوْ فِي الْمَسْجِدِ دَعَانِي فَقَالَ: «امْكُثِي فِي بَيْتِكِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ» . قَالَتْ: فَأَعْتَدَدْتُ فِيهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا. رَوَاهُ مَالِكٌ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
ইহাতে বুঝা গেল যে, কষ্ট করিয়া হইলেও স্বামীর বাড়ীতেই ইদ্দত পালন করা উচিত, যদি তথায় মান-ইজ্জতের ভয় না থাকে।