মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৩৫
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - ‘ইদ্দত
৩৩৩৫। তাবেয়ী সুলায়মান ইবনে ইয়াসার হইতে বর্ণিত, তাবেয়ী আহওয়াস শাম দেশে মারা গেল, যখন তাহার তালাক দেওয়া স্ত্রীর তৃতীয় ঋতু চলিতেছিল। খলীফা মুআবিয়া ইবনে আবু সুফিয়ান এ ব্যাপারে মাসআলা জিজ্ঞাসা করিয়া সাহাবী হযরত যায়দ ইবনে সাবেত আনসারীর নিকট পত্র লিখিলেন। যায়দ উত্তরে লিখিলেন, যখন সে তৃতীয় ঋতুতে পৌঁছিয়াছে, তখন স্বামী স্ত্রী একে অপর হইতে সম্পূর্ণ পৃথক হইয়া গিয়াছে। সুতরাং স্বামী তাহার মীরাস পাইবে না এবং সেও স্বামীর মীরাস পাইবে না। —মালেক
كتاب النكاح
الْفَصْل الثَّالِث
عَن سُليمانَ بنِ يَسارٍ: أَنَّ الْأَحْوَصَ هَلَكَ بِالشَّامِ حِينَ دَخَلَتِ امْرَأَتُهُ فِي الدَّمِ مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ وَقَدْ كَانَ طَلَّقَهَا فَكَتَبَ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ إِلَى زَيْدِ بْنِ ثَابِتٍ يَسْأَلُهُ عَنْ ذَلِكَ فَكَتَبَ إِلَيْهِ زِيدٌ: إِنَّهَا إِذَا دَخَلَتْ فِي الدَّمِ مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ فَقَدْ بَرِئَتْ مِنْهُ وَبَرِئَ مِنْهَا لَا يرِثُها وَلَا ترِثُه. رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

(১) বায়েন তালাক দেওয়ার পর স্বামী মারা গেলে স্ত্রী তাহার মীরাস পাইবে না, যদিও তাহার এক ঋতু না গোজারে। (২) সম্ভবত মুআবিয়া (রাঃ)-এর পত্রে এ কথাও ছিল যে, তাহার স্ত্রী এখন মউতের ইদ্দতও পালন করিবে কিনা ? এখানে তাহার মউতের ইদ্দত পালন করিতে হইবে। হাদীসটিকে এই অধ্যায়ে আনার হেতু ইহাই ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান