মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৩৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৬. দ্বিতীয় অনুচ্ছেদ - জরায়ু মুক্তকরণ বা পবিত্রকরণ
৩৩৩৮। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) নবী করীম (ﷺ) এর নাম করিয়া বলেন, তিনি আওতাস যুদ্ধের বন্দিনীসমূহ সম্পর্কে বলিয়াছেন, গর্ভিণীর সাথে সহবাস করা যাইবে না যাবৎ না সে গর্ভ খালাস করে; আর অগর্ভিণীর সাথেও নহে যাবৎ না সে এক হায় গোজারে। —আহমদ, আবু দাউদ ও দারেমী
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَن أبي سعيدٍ الخدريِّ رَفْعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي سَبَايَا أَوْطَاسٍ: «لَا تُوطَأُ حَامِلٌ حَتَّى تَضَعَ وَلَا غَيْرُ ذَاتِ حَمْلٍ حَتَّى تَحِيضَ حَيْضَةً» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالدَّارِمِيُّ

হাদীসের ব্যাখ্যা:

আওতাস মক্কার তিন মাইল দক্ষিণে একটি স্থানের নাম। অষ্টম হিজরীতে মক্কা বিজয়ের সাথে সাথেই এখানে একটি খণ্ড যুদ্ধ হইয়াছিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান