মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৩৩৭৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - শিশুর বালেগ হওয়া ও ছোট বেলায় তাদের প্রতিপালন প্রসঙ্গে
৩৩৭৮। হযরত আমর তাঁহার বাপ শোআয়ব হইতে, তিনি তাঁহার দাদা হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর ইবনে আস (রাঃ) হইতে বর্ণনা করেন যে, একটি স্ত্রীলোক বলিল, ইয়া রাসুলাল্লাহ্! আমার এই ছেলে—আমার পেট ছিল তাহার ভাণ্ড, আমার স্তন ছিল তাহার মোশক এবং আমার কোল ছিল তাহার দোলনা। তাহার পিতা আমাকে তালাক দিয়াছে। আর সে এখন আমার ছেলে লইয়া আমার সাথে টানাটানি করিতেছে। রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেন, তুমিই তাহার অধিকারী যাবৎ না তুমি অন্য শাদী কর। – আহমদ ও আবু দাউদ
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ امْرَأَةً قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ ابْنِي هَذَا كَانَ بَطْنِي لَهُ وِعَاءً وَثَدْيِي لَهُ سِقَاءً وَحِجْرِي لَهُ حِوَاءً وَإِنَّ أَبَاهُ طَلَّقَنِي وَأَرَادَ أَنْ يَنْزِعَهُ مِنِّي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْتِ أَحَقُّ بِهِ مَا لم تنكحي» . رَوَاهُ أَحْمد وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান