মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩৩৮০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১৮. দ্বিতীয় অনুচ্ছেদ - শিশুর বালেগ হওয়া ও ছোট বেলায় তাদের প্রতিপালন প্রসঙ্গে
৩৩৮০। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট একটি স্ত্রীলোক আসিয়া বলিল, আমার স্বামী আমার ছেলে লইয়া যাইতে চাহে, ছেলে আমাকে পানি আনিয়া দেয় এবং আমার কিছু উপকার করে। নবী করীম (ﷺ) ছেলেকে বলিলেন, এইটি তোমার বাপ আর এইটি তোমার মা—যাহার ইচ্ছা তুমি তাহার হাত ধর। ছেলে তাহার মায়ের হাত ধরিল। অতএব, সে তাহাকে লইয়া চলিয়া গেল। –আবু দাউদ, নাসায়ী ও দারেমী
كتاب النكاح
وَعنهُ قَالَ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: إِنَّ زَوْجِي يُرِيدُ أَنْ يَذْهَبَ بِابْنِي وَقَدْ سَقَانِي وَنَفَعَنِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا أَبُوكَ وَهَذِهِ أُمُّكَ فَخُذْ بِيَدِ أَيِّهِمَا شِئْتَ» . فَأَخَذَ بِيَدِ أُمِّهِ فَانْطَلَقَتْ بِهِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَالدَّارِمِيُّ
হাদীসের ব্যাখ্যা:
এ দুই হাদীস হইতে বুঝা গেল যে, এইরূপ স্থলে এখতিয়ার দিতে হইবে। ইমাম শাফেয়ীর মাযহাব ইহাই। পক্ষান্তরে ইমাম আ'যমের মাযহাব হইল, ছেলে যতদিন অন্যের নির্ভরশীল থাকিবে ততদিন মায়ের কাছেই থাকিবে। এইখানে ছেলে কিছু বড় হইয়াছিল এবং তাহার কিছু বুদ্ধি ও জ্ঞান হইয়াছিল বিধায়ই তাহাকে এখতিয়ার দেওয়া হইয়াছে। (মনে হয়, ছেলেটি সাত বৎসর হইতে বালেগ হওয়া পর্যন্ত বয়সের মধ্যবর্তী ছিল।) আর কাহারও মতে সে বালেগ হইয়াছিল। বালেগ ছেলে কাহার সাথে বসবাস করিবে ইহা তাহার এখতিয়ার।