মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৩৮৭
- গোলাম আযাদ করা সম্পর্কিত
তৃতীয় অনুচ্ছেদ
৩৩৮৭। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ এমন সুপারিশ করাটাই সবচাইতে উত্তম সদকা, যেই সুপারিশের দরুন কোন লোক দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে পারে। (অথবা কয়েদ হইতে নিষ্কৃতি পাইতে পারে।) — বায়হাকী শোআবুল ঈমানে
كتاب العتق
وَعَن سَمُرَةَ بْنِ جُنْدُبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْضَلُ الصَّدَقَةِ الشَّفَاعَةُ بِهَا تُفَكُّ الرَّقَبَة» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي «شعب الْإِيمَان»
হাদীসের ব্যাখ্যা:
সুপারিশ করাটাও এক পর্যায়ের সাহায্য। কোন বস্তুর দ্বারা যেমন সাহায্য হইয়া থাকে, অনুরূপভাবে কথাবার্তার দ্বারাও সাহায্য হইতে পারে। আর উহাকে সর্বোত্তম বলার মানে এই নহে যে, সর্বপ্রকারের কাজের মধ্যে ইহাই একমাত্র উত্তম; বরং হাদীসটির মুখ্য উদ্দেশ্য হইল, উত্তম কাজের মধ্যে ইহাও একটি উত্তম কাজ।