মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৩৯৭
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৩৯৭। আবুল মালীহ্ তাহার পিতা হইতে বর্ণনা করিয়াছেন, একবার এক ব্যক্তি তাহার একটি গোলামের কিছু অংশ আযাদ করিয়া দিল। পরে ব্যাপারটি নবী (ﷺ)কে জানান হইল, তিনি বলিলেনঃ 'আল্লাহর কোন অংশীদার নাই।' এই বলিয়া তিনি সম্পূর্ণ গোলামটি মুক্ত হইয়াছে বলিয়া রায় দিলেন। –আবু দাউদ
كتاب العتق
وَعَن الْمَلِيحِ عَنْ أَبِيهِ: أَنَّ رَجُلًا أَعْتَقَ شِقْصًا مِنْ غُلَامٍ فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَيْسَ لِلَّهِ شَرِيكٌ» فَأَجَازَ عتقه. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
‘আল্লাহর কোন অংশীদার নাই।' কথাটির তাৎপর্য হইল এই যে, সম্পূর্ণ গোলামটি তাহার একাই ছিল ; কিন্তু কিছু অংশ মুক্ত করিবার পর অবশিষ্ট অংশটি গোলাম হিসাবে নিজের জন্য রাখিয়া দেওয়াটা আল্লাহর সহিত ভাগাভাগি করারই শামিল হইয়া গিয়াছে। কেননা, সে যেই পরিমাণ আযাদ করিয়াছে উহা আল্লাহর অংশ হিসাবে পরিণত হইয়াছে। সুতরাং যখন সে কিছু অংশ আযাদ করিয়াছে তখন বাকী অংশও আযাদীর অধিকার লাভ করিবে। তাই পূর্ণ গোলামটি আযাদ বলিয়া নির্দেশ দিয়াছেন।