মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত
হাদীস নং: ৩৩৯৯
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৩৯৯। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে, তিনি নবী (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলিয়াছেনঃ মোকাতব সেই পর্যন্ত গোলামই থাকিবে যেই পর্যন্ত তাহার উপর শর্তকৃত এক দেরহাম মুদ্রাও অবশিষ্ট থাকিবে। –আবু দাউদ
كتاب العتق
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْمُكَاتَبُ عَبْدٌ مَا بَقِيَ عَلَيْهِ مِنْ مُكَاتبَته دِرْهَم» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
যেই ক্রীতদাস একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নিজের মুক্তির জন্য তাহার প্রভুর সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়, এমন ক্রীতদাসকে ইসলামী পরিভাষায় বলা হয় 'মোকাতব।' অবশ্য উক্ত বিনিময় কয়েক কিস্তিতেও পরিশোধযোগ্য হইতে পারে। এই হাদীসের ভিত্তিতে জমহুর (অধিকাংশ) ইমাম ও ওলামাগণ বলেন, যেই পর্যন্ত না সে সমস্ত দেয় পরিশোধ করিবে, সেই পর্যন্ত সে ক্রীতদাসই থাকিবে, যদিও সে অধিকাংশ পরিমাণও পরিশোধ করিয়া থাকে।