মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৪০০
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৪০০। হযরত উম্মে সালামা (রাঃ) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি তোমাদের কাহারও মোকাতব গোলামের কাছে চুক্তিকৃত অর্থ পরিশোধ করা পরিমাণ সম্পদ থাকে, তখন তাহা হইতে অবশ্যই পর্দা করিবে । —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب العتق
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا كَانَ عِنْدَ مكَاتب إحداكن وَفَاء فلنحتجب مِنْهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, এই গোলাম অচিরেই আযাদ হইয়া যাইবে, তাই তাহার দিকে তাকানোও জায়েয নহে। হাদীসটি হইতে এই কথাও প্রতীয়মান হয় যে, যদি মোকাতব পরিশোধ পরিমাণ মাল রাখিয়া মারা যায়, তখন সে আযাদ অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে বলিয়া গণ্য হইবে। অবশ্য পর্দা করার নির্দেশটি অধিক পরহেযগারী হিসাবে বলা হইয়াছে। কেননা, এক দেরহাম পরিমাণ বাকী থাকা পর্যন্ত সে ক্রীতদাসই থাকে। তবে সমস্ত বিনিময় পরিশোধ করার পর তাহা হইতে পর্দা করা ওয়াজিব হইয়া যায়। শেখ আবদুল গনী (রঃ) বলিয়াছেন, হাদীসের শব্দ ইহা নবী (ﷺ)-এর বিবিদের জন্য নির্দেশ, অন্যদের জন্য নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৩৪০০ | মুসলিম বাংলা