মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৪০১
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. দ্বিতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৪০১। হযরত আমর ইবনে শোআয়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি তাহার ক্রীতদাসের সহিত একশত 'উকিয়ায়' মুক্তিপণ সম্পাদন করিয়াছে, ইহার পর সে উহা আদায় করিল । কিন্তু মাত্র দশ উকিয়া অথবা বলিয়াছেন, দশ দীনার বাকী রহিল যাহা আদায় করিতে অক্ষমতা প্রকাশ করিল, তবে সে (পূর্ববৎ) ক্রীতদাসই বহাল থাকিবে। —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب العتق
وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ كَاتَبَ عَبْدَهُ عَلَى مِائَةِ أُوقِيَّةٍ فَأَدَّاهَا إِلَّا عَشْرَ أَوَاقٍ أَوْ قَالَ: عَشْرَةَ دَنَانِيرَ ثُمَّ عَجَزَ فَهُوَ رَقِيقٌ . رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

চল্লিশ দেরহামে এক 'উকিয়া' হয়। ইহা একটি আরবী পরিমাপ। আমরা পূর্বেই জমহুর ওলামাদের অভিমত বর্ণনা করিয়াছি যে, এক দেরহাম পরিমাণও অবশিষ্ট থাকিলে সে ক্রীতদাস বলিয়াই গণ্য হইবে। অবশ্য হযরত আলী (রাঃ) বলেন, সে যেই পরিমাণ আদায় করিয়াছে সেই পরিমাণ মুক্ত হইয়া যাইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান