মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৫- গোলাম আযাদ করা সম্পর্কিত

হাদীস নং: ৩৪০৩
- গোলাম আযাদ করা সম্পর্কিত
১. তৃতীয় অনুচ্ছেদ - অংশীদারী গোলাম মুক্তি করা ও নিকটাত্মীয়কে ক্রয় করা এবং অসুস্থাবস্থায় গোলাম মুক্তি করা
৩৪০৩। হযরত আব্দুর রহমান ইবনে আবু আম্রা আনসারী বলেন, তাঁহার মাতা একটি গোলাম আযাদ করিবার সংকল্প করিয়াছিলেন। কিন্তু তিনি উক্ত কাজটি সম্পাদন করিতে ভোর পর্যন্ত বিলম্ব করিলেন। ইত্যবসরে রাতেই তিনি ইনতেকাল করিলেন। আব্দুর রহমান বলেন, পরে আমি কাসেম ইবনে মুহাম্মাদ [ইবনে আবু বকর (রাঃ)]-কে জিজ্ঞাসা করিলাম আচ্ছা, এখন যদি আমি আমার মাতার পক্ষ হইতে গোলাম আযাদ করি, তবে তাঁহার (মায়ের) কোন উপকার হইবে কিনা ? প্রত্যুত্তরে প্রমাণস্বরূপ কাসেম বলিলেন, একদা হযরত সা'দ ইবনে ওবাদা (রাঃ) রাসুলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আসিয়া বলিলেন, (হে আল্লাহর রাসুল!) আমার আম্মা মারা গিয়াছেন। সুতরাং এখন যদি আমি তাঁহার পক্ষ হইতে গোলাম আযাদ করি, তবে উহার সওয়াব তিনি পাইবেন কিনা ? উত্তরে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হ্যাঁ। তিনি ইহার সওয়াব পাইবেন। –মালেক
كتاب العتق
الْفَصْل الثَّالِث
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيِّ: أَنَّ أُمَّهُ أَرَادَتْ أَنْ تَعْتِقَ فَأَخَّرَتْ ذَلِكَ إِلَى أَنْ تُصْبِحَ فَمَاتَتْ قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَقُلْتُ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ: أَيَنْفَعُهَا أَنْ أَعْتِقَ عَنْهَا؟ فَقَالَ الْقَاسِمُ: أَتَى سَعْدُ بْنُ عُبَادَةَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ: إِنَّ أُمِّي هَلَكَتْ فَهَلْ يَنْفَعُهَا أَنْ أَعْتِقَ عَنْهَا؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نعم» . رَوَاهُ مَالك
tahqiqতাহকীক:তাহকীক চলমান