মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪১৯
- শপথ ও মান্নতের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪১৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, তিনি বলেনঃ যে ব্যক্তি গায়রুল্লাহর নামে শপথ করিল, সে শিরক করিল। — তিরমিযী
كتاب الأيمان والنذور
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ أَشْرَكَ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
যদি অনিচ্ছাবশতঃ হঠাৎ করিয়া গায়রুল্লাহর নামে শপথ বাক্য উচ্চারিত হইয়া যায়, আর সেই বস্তুর সম্মান প্রদর্শন করাটা উদ্দেশ্য না থাকে, তখন উহাকে শিরকের সাদৃশ্য হিসাবে শিরক বলা যাইতে পারে, মূলতঃ উহা শিরক নহে। কিন্তু যদি সম্মান প্রদর্শন ও তা'যীমের নিয়তে এইরূপ বলিয়া থাকে তাহা হইলে উহা প্রকৃত শির্ক হইবে, তাহাতে কোন সন্দেহ নাই।