মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪২৮
- শপথ ও মান্নতের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - মান্নত
৩৪২৮। হযরত ইমরান ইবনে হুসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন গুনাহ হয় এমন কাজের মান্নত পুরা করিতে নাই এবং বান্দা যেই জিনিসের মালিক নহে, এমন জিনিসের মান্নত করিলে তাহাও পূরণ করিতে হয় না। মুসলিম অপর এক রেওয়ায়তে আছে, আল্লাহর নাফরমানী হয় এমন কাজে মান্নত প্রযোজ্য হয় না।
كتاب الأيمان والنذور
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةٍ وَلَا فِيمَا لَا يَمْلِكُ الْعَبْدُ» . رَوَاهُ مُسْلِمٌ وَفِي رِوَايَةٍ: «لَا نَذْرَ فِي مَعْصِيّة الله»