মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৬- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং: ৩৪৩২
- শপথ ও মান্নতের অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - মান্নত
৩৪৩২। আর আবু হুরায়রা (রাঃ) হইতে মুসলিমের এক রেওয়ায়তে আছে, তিনি লোকটিকে সম্বোধন করিয়া বলিলেন, হে বৃদ্ধ! তুমি সওয়ারীতে আরোহণ কর। কেননা, আল্লাহ্ তোমার নিজের এবং তোমার মান্নতের মুখাপেক্ষী নহেন।
كتاب الأيمان والنذور
وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: «ارْكَبْ أَيُّهَا الشَّيْخُ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنْكَ وَعَن نذرك»