মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪৩৭
- শপথ ও মান্নতের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৩৭। হযরত সাবেত ইবনে যাহ্হাক (রাঃ) বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ্ (ﷺ)-এর সময় এই মান্নত করিল যে, সে 'বুওয়ানাহ্' নামক স্থানে একটি উট যবাহ্ করিবে এবং সে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে আসিয়া উহা জানাইল । তখন রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করিলেন, জাহেলিয়াতের যুগে কি সেই জায়গায় প্রতিমা-দেবতার পূজা-অর্চনা করা হইত ? সাহাবীরা বলিলেন, না। এইবারে তিনি আরও জিজ্ঞাসা করিলেন, তবে কি সেই যুগে সেখানে তাহাদের মেলা পর্ব বসিত ? সাহাবীরা বলিলেন, না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ তোমার মান্নত পুরা কর। তবে স্মরণ রাখিও, যে কাজে আল্লাহর নাফরমানী হয় এমন মান্নত পুরা করিতে নাই এবং আদম সন্তান যেই জিনিসের মালিক নহে, সেই জিনিসের মান্নত করিলে উহা পুরা করিতে হয় না। –আবু দাউদ
كتاب الأيمان والنذور
وَعَن ثَابت بن الضَّحَّاك قَالَ: نَذَرَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَنْحَرَ إِبِلًا بِبُوَانَةَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَلْ كَانَ فِيهَا وَثَنٌ مِنْ أَوْثَانِ الْجَاهِلِيَّةِ يُعْبَدُ؟» قَالُوا: لَا قَالَ: «فَهَلْ كَانَ فِيهِ عِيدٌ مِنْ أَعْيَادِهِمْ؟» قَالُوا: لَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أوف بِنَذْرِك فَإِنَّهُ لَا وَفَاءَ لِنَذْرٍ فِي مَعْصِيَةِ اللَّهِ وَلَا فِيمَا لَا يَمْلِكُ ابْنُ آدَمَ» . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান