মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৬- শপথ ও মান্নতের অধ্যায়

হাদীস নং: ৩৪৪৩
- শপথ ও মান্নতের অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - মান্নত
৩৪৪৩। হযরত সায়ীদ ইবনে মুসাইয়াব (রাঃ) হইতে বর্ণিত, আনসারী দুই ভাই (কোন ব্যক্তি হইতে) মীরাস পাইবার অধিকারী হইল। পরে তাহাদের একজন অপরজনকে উক্ত মীরাসী সম্পদটি বন্টন করিয়া দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করিল। ইহাতে অপরজন রাগান্বিত হইয়া বলিল, যদি তুমি পুনরায় আমার কাছে উক্ত মাল বন্টনের প্রশ্ন তোল, তাহা হইলে আমার সমস্ত মাল কা'বা শরীফের জন্য উৎসর্গ। ইহাতে হযরত ওমর (রাঃ) বলিলেন, কা'বা শরীফ তোমার মালের জন্য মুখাপেক্ষী নহে। সুতরাং তুমি তোমার কসমের কাফ্ফারা আদায় করিয়া দাও এবং তোমার ভাইয়ের সহিত (নিষ্পত্তির) কথাবার্তা বল। কেননা, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, তিনি বলিয়াছেনঃ তোমার কসম এবং মান্নত পুরা করিতে নাই আল্লাহর নাফরমানীর কাজে, আত্মীয়তা বিচ্ছিন্নতার ব্যাপারে এবং এমন জিনিসের বেলায় যাহার তুমি মালিক নও। –আবু দাউদ
كتاب الأيمان والنذور
وَعَن سعيد بن الْمسيب: أَنَّ أَخَوَيْنِ مِنَ الْأَنْصَارِ كَانَ بَيْنَهُمَا مِيرَاثٌ فَسَأَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ الْقِسْمَةَ فَقَالَ: إِنْ عُدْتَ تَسْأَلُنِي الْقِسْمَةَ فَكُلُّ مَالِي فِي رِتَاجِ الْكَعْبَةِ فَقَالَ لَهُ عُمَرُ: إِنَّ الْكَعْبَةَ غَنِيَّةٌ عَنْ مَالِكَ كَفِّرْ عَنْ يَمِينِكَ وَكَلِّمْ أَخَاكَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَمِينَ عَلَيْكَ وَلَا نَذْرَ فِي مَعْصِيَةِ الرَّبِّ وَلَا فِي قَطِيعَةِ الرَّحِمِ وَلَا فِيمَا لَا يملك» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

رتاج অর্থ হইল গৃহ-দ্বার। কিন্তু এইখানে মানে হইল বায়তুল্লাহ্ শরীফের জন্য সমস্ত মাল ওয়াক্ফ করিয়া দেওয়া। যেমন, অন্য হাদীসে বর্ণিত হইয়াছে جعل ماله في رتاج الكعبة “সে তাহার মাল-সম্পদ বায়তুল্লাহ্ শরীফের দুয়ারে রাখিয়া দিল।” অর্থাৎ, কা'বার জন্য ওয়াকফ করিয়া দিল।
tahqiqতাহকীক:তাহকীক চলমান