মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৫৫
- কিসাসের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৪৫৫। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের পূর্বেকার লোকদের মধ্য হইতে এক ব্যক্তি আহত হইয়াছিল, সে উক্ত জখমের ব্যথা সহ্য করিতে পারে নাই, সুতরাং সে একখানা চাকু হাতে লইয়া নিজের হাতখানা নিজেই কাটিয়া ফেলিল। কিন্তু ইহার পর এমনভাবে রক্তক্ষরণ হইল যে, তাহা আর বন্ধ হইল না। অবশেষে ইহাতেই সে মৃত্যুবরণ করিল। আল্লাহ তা'আলা বলিলেন: আমার বান্দা নিজকে হত্যা করার ব্যাপারে বড়ই তাড়াহুড়া করিল। সুতরাং আমি তাহার জন্য জান্নাত হারাম করিয়া দিলাম। মোত্তাঃ
كتاب القصاص
وَعَنْ جُنْدُبِ بْنِ عَبْدُ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ رَجُلٌ بِهِ جُرْحٌ فجزِعَ فأخذَ سكيّناً فحزَّ بِهَا يَدَهُ فَمَا رَقَأَ الدَّمُ حَتَّى مَاتَ قَالَ اللَّهُ تَعَالَى: بَادَرَنِي عَبْدِي بِنَفْسِهِ فَحَرَّمْتُ عَلَيْهِ الْجنَّة

হাদীসের ব্যাখ্যা:

যে ব্যক্তি আত্মহত্যা করা হালাল ও জায়েয মনে করিয়া আত্মহত্যা করে, তাহার জন্য জান্নাত হারাম। কেননা, সে কাফের হইয়া যায়, আর কাফের কখনও জান্নাতে প্রবেশ করিতে পারিবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান