মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৪৫৮
- কিসাসের অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৩৪৫৮। আর তিনি (শারহুস্ সুন্নাহ্-এর গ্রন্থাকার) বলেন, হাদীসটি বুখারী ও মুসলিম আবু হুরায়রাহ্ (রাঃ) হতে সমঅর্থে বর্ণনা করেছেন।
كتاب القصاص
اَلْفَصْلُ الْأَوَّلُ
وَأَخْرَجَاهُ مِنْ رِوَايَةِ أَبِي هُرَيْرَةَ يَعْنِي بِمَعْنَاهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান