মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৪৭২
- কিসাসের অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৪৭২। হযরত আমর ইবনে শোয়ায়ব তাঁহার পিতার মাধ্যমে তাঁহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত সুরাকা ইবনে মালেক (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দরবারে হাযির হইয়াছি (এবং দেখিয়াছি,) তিনি পুত্র হইতে পিতার কেসাস লইতেন ; কিন্তু পিতা হইতে পুত্রের কেসাস লইতেন না। —তিরমিযী, অবশ্য তিনি এই হাদীসটিকে যয়ীফ বলিয়াছেন।
كتاب القصاص
وَعَنْ عَمْرِو بْنِ
شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جدِّهِ عَن سُراقةَ بنِ مالكٍ قَالَ: حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقِيدُ الْأَبَ مِنِ ابْنِهِ وَلَا يُقِيدُ الِابْنَ من أَبِيه. رَوَاهُ التِّرْمِذِيّ (لم تتمّ دراسته)
وَضَعفه
شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جدِّهِ عَن سُراقةَ بنِ مالكٍ قَالَ: حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقِيدُ الْأَبَ مِنِ ابْنِهِ وَلَا يُقِيدُ الِابْنَ من أَبِيه. رَوَاهُ التِّرْمِذِيّ (لم تتمّ دراسته)
وَضَعفه