মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫১৯
- কিসাসের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫১৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যে ব্যক্তি তাহার ভাইকে লোহার অস্ত্র দ্বারা (ঠাট্টাচ্ছলে) ইংগিত করিল, উহা হাত হইতে ফেলিয়া না দেওয়া পর্যন্ত ফিরিশতা তাহাকে লা'নত করিতে থাকে। যদিও ঐ লোকটি তাহার আপন ভাই হউক না কেন। -বুখারী
كتاب القصاص
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَشَارَ إِلَى أَخِيهِ بِحَدِيدَةٍ فَإِنَّ الْمَلَائِكَةَ تَلْعَنُهُ حَتَّى يَضَعَهَا وَإِنْ كَانَ أخاهُ لأبيهِ وَأمه» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

'আপন ভাই'—এই বাক্যটি বলার উদ্দেশ্য হইল, কোন ব্যক্তি সাধারণতঃ নিজের আপন ভাইয়ের প্রতি ইচ্ছাকৃতভাবে অস্ত্র উচায় না। যদি এরূপ করিয়া থাকে তবে উহা ঠাট্টা বই আর কিছুই হইতে পারে না। কিন্তু এই উদ্দেশ্যেও অস্ত্র দ্বারা ঠাট্টা করিতে নিষেধ করা হইয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান