মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫২০
- কিসাসের অধ্যায়
২. প্রথম অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২০। হযরত ইবনে ওমর ও আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নহে। -বুখারী, মুসলিম আরও অতিরিক্ত বর্ণনা করিয়াছেন, যে আমাদের সাথে প্রতারণা করিল, সে আমাদের অন্তর্ভুক্ত নহে।
كتاب القصاص
وَعَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ البُخَارِيّ وزادَ مُسلم: «ومنْ غشَّنا فليسَ منَّا»

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, কোন খাঁটি মুসলমান এরূপ কাজ করিতে পারে না। সুতরাং মুসলমান হইয়াও যদি কেহ এই ধরনের কাজ করে, তবে বুঝা যাইবে যে, সে ইসলামের রীতিনীতিকে বিসর্জন দিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান