মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫২৮
- কিসাসের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫২৮। হযরত হাসান বসরী হযরত সামুরা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ফিতা ইত্যাদি দুই আঙ্গুল দ্বারা চিরিতে নিষেধ করিয়াছেন। –আবু দাউদ
كتاب القصاص
وَعَن الحسنِ
عَنْ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُقَدَّ السَّيْرُ بَيْنَ أُصبعَينِ. رَوَاهُ أَبُو دَاوُد
عَنْ سَمُرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُقَدَّ السَّيْرُ بَيْنَ أُصبعَينِ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আঙ্গুলের সাহায্যে চামড়া অথবা কাপড় ইত্যাদি চিরিতে গিয়া অনেক সময় ইহাতে ব্যথা পাইতে পারে। তখন অন্য কাহাকেও দোষী করা যাইবে না। তাই এইরূপ করিতে নিষেধ করা হইয়াছে।