মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৩০
- কিসাসের অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই
৩৫৩০। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ জাহান্নামের সাতটি দরজা রহিয়াছে। তন্মধ্যে একটি দরজা সেই সমস্ত লোকদের জন্য যাহারা আমার উম্মতের উপর অথবা বলিয়াছেন, মুহাম্মাদ (ﷺ)-এর উম্মতের উপর তলোয়ার উত্তোলন করিয়াছে। —তিরমিযী এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি গরীব। আর আবু হুরায়রা (রাঃ)-এর হাদীস –“জানোয়ারের লাথিতে কোন লোক মারা গেলে তাহার কোন ক্ষতিপূরণ নাই,” ——'গসবের' অধ্যায়ে বর্ণিত হইয়াছে।
এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই।
كتاب القصاص
وَعَنِ ابْنِ عُمَرَ

رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لِجَهَنَّمَ سَبْعَةُ أَبْوَابٍ: بَابٌ مِنْهَا لِمَنْ سَلَّ السَّيْفَ عَلَى أُمَّتِي أَوْ قَالَ: عَلَى أُمَّةِ مُحَمَّدٍ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

وَحَدِيثُ أَبِي هُرَيْرَةَ: «الرِّجْلُ جُبَارٌ» ذُكِرَ فِي «بَابِ الْغَضَب»

هَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث
tahqiqতাহকীক:তাহকীক চলমান