মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৪৮
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ ঈমান কোন লোককে হঠাৎ কতল করা হইতে বিরত রাখে। সুতরাং কোন মু'মিন যেন কোন লোককে হঠাৎ কতল না করিয়া ফেলে। –আবু দাউদ
كتاب القصاص
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْإِيمَانُ قَيَّدَ الْفَتْكَ لَا يفتِكُ مُؤمنٌ» . رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, কোন লোককে যাচাই না করিয়া হঠাৎ কতল করিয়া ফেলা উচিত নহে ; বরং যাহার সম্পর্কে পূর্ব হইতে জানা না থাকে, তাহাকে জিজ্ঞাসা করিতে হইবে সে ঈমান অর্থাৎ, আল্লাহ্, রাসূল ও আখেরাত ইত্যাদির প্রতি বিশ্বাস রাখে কিনা ? ঈমানকে কয়েদ ও বেড়ির সহিত তুলনা করার মানে হইল, কয়েদ ও বেড়ি যেইরূপ স্বেচ্ছায় যখন যাহা তখন তাহা করিতে বাধা প্রদান করে, অনুরূপভাবে ঈমানও অন্যায় কাজ হইতে বাধা প্রদান করে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান