মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫৪৯
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৪৯। হযরত জারীর (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ যখন কোন বান্দা শিরকের দিকে পালাইয়া যায়, তখন তাহার খুন হালাল।
كتاب القصاص
وَعَنْ جَرِيرٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَبَقَ الْعَبْدُ إِلَى الشِّرْكِ فقد حلَّ دَمه» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, কোন মুসলমান দারুল হরবে চলিয়া গেলে আর তাহার নিরাপত্তা থাকিবে না। কাজেই কেহ তাহাকে হত্যা করিলে দিয়তও দিতে হইবে না।