মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫৫০
- কিসাসের অধ্যায়
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৫০। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, এক ইহুদী মহিলা নবী (ﷺ)-কে গাল-মন্দ করিত এবং তাঁহার দোষ-ত্রুটি বাহির করিয়া তাঁহাকে তিরস্কার করিত। জনৈক ব্যক্তি ইহা শুনিয়া তাহার গলা চিপিয়া ধরিল, ফলে সে মরিয়াই গেল। কিন্তু নবী (ﷺ) তাহার রক্তমূল্য মাফ করিয়া দিলেন। –আবু দাউদ
كتاب القصاص
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ يَهُودِيَّةً كَانَتْ تَشْتِمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقَعُ فِيهِ فَخَنَقَهَا رَجُلٌ حَتَّى مَاتَتْ فَأَبْطَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَمَهَا. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
নবীকে গাল-মন্দ করা কুফরী কাজ। কোন নামধারী মুসলমানও যদি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে প্রকাশ্যে গাল-মন্দ করে, তবে শাস্তিস্বরূপ তাহাকে হত্যা করা জায়েয। বিস্তারিত বিবরণের জন্য ইসলামী দণ্ডবিধি দ্রষ্টব্য।