মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৭- কিসাসের অধ্যায়
হাদীস নং: ৩৫৫২
- কিসাসের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৫২। হযরত উসামা ইবনে শারীক (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন ব্যক্তি বৈধ সরকারের (খলীফার) বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিয়া আমার উম্মতের মধ্যে বিভেদ-বিচ্ছিন্নতা সৃষ্টি করে, তাহাকে কতল করিয়া ফেল। – নাসায়ী
كتاب القصاص
الْفَصْل الثَّالِث
عَن أُسَامَةَ بْنِ شَرِيكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا رَجُلٍ خَرَجَ يُفَرِّقُ بَيْنَ أُمَّتِي فَاضْرِبُوا عُنُقَهُ» . رَوَاهُ النَّسَائِيُّ