মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৭- কিসাসের অধ্যায়

হাদীস নং: ৩৫৫৪
- কিসাসের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - মুরতাদ এবং গোলযোগ সৃষ্টিকারীকে হত্যা করা প্রসঙ্গে
৩৫৫৪। আবু গালেব (রঃ) হইতে বর্ণিত, একদা হযরত আবু উমামা (রাঃ) দামেশকের সদর দরজায় (খারেজীদের) কতকগুলি ঝুলন্ত মুণ্ড দেখিলেন। তখন আবু উমামা বলিলেন, ইহারা হইল জাহান্নামের কুকুর। আসমানের নীচে সবচাইতে মন্দ ইহারা, যাহারা নিহত হইয়াছে এবং সবচাইতে উত্তম ব্যক্তি তাহারা, যাহারা ইহাদিগকে কতল করিয়াছে। অতঃপর তিনি কোরআনের এই আয়াতটি পাঠ করিলেন, কিয়ামতের দিন কিছুসংখ্যক মুখমণ্ডল হইবে জ্যোতির্ময় উজ্জ্বল আর কিছুসংখ্যক মুখ হইবে কালো কুৎসিত। এই সময় আবু উমামাকে জিজ্ঞাসা করা হইল, এই কথাগুলি কি আপনি স্বয়ং রাসূলুল্লাহ্ (ﷺ) হইতে শুনিয়াছেন? তিনি উত্তরে একবার, দুই বার কিংবা তিনবার নহে; বরং সাতবার শুনিয়াছেন । বলিয়া উল্লেখ করিয়া বলিলেন, যদি আমি স্বয়ং তাঁহার নিকট হইতে না শুনিতাম, তাহা হইলে আজ আমি উহা তোমাদিগকে বর্ণনা করিতাম না। তিরমিযী ও ইবনে মাজাহ্, তবে এই হাদীসটিকে হাসান বলিয়াছেন।
كتاب القصاص
وَعَن أبي غالبٍ رأى أَبُو أُمامةَ رؤوساً مَنْصُوبَةً عَلَى دَرَجِ دِمَشْقَ فَقَالَ أَبُو أُمَامَةَ: «كِلَابُ النَّارِ شَرُّ قَتْلَى تَحْتَ أَدِيمِ السَّمَاءِ خَيْرُ قَتْلَى مَنْ قَتَلُوهُ» ثُمَّ قَرَأَ (يَوْمَ تبيَضُّ وُجوهٌ وتَسوَدُّ وُجوهٌ)

الْآيَةَ قِيلَ لِأَبِي أُمَامَةَ: أَنْتَ سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: لَوْ لَمْ أَسْمَعْهُ إِلَّا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ أوْ ثَلَاثًا حَتَّى عَدَّ سَبْعًا مَا حَدَّثْتُكُمُوهُ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَقَالَ التِّرْمِذِيُّ: هَذَا حَدِيثٌ حَسَنٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান