মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৭২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
দ্বিতীয় অনুচ্ছেদ
৩৫৭২। হযরত ওয়ায়েল ইবনে হুজর (রাঃ) বলেন, নবী (ﷺ)-এর যমানায় এক নারী নামাযের জন্য বাহির হইল। এমন সময় এক ব্যক্তি তাহাকে কাপড় মোড়ান দিয়া জড়াইয়া ধরিল এবং তাহার উদ্দেশ্য হাসিল করিয়া ফেলিল। তখন মহিলাটি চীৎকার করিলে লোকটি চলিয়া যাইতে লাগিল। এমন সময় একদল মুহাজির সেই স্থান দিয়া যাইতেছে দেখিয়া মহিলাটি বলিল, এই লোকটি আমার সঙ্গে এই এই কাজ করিয়াছে (অর্থাৎ, যিনা করিয়াছে)। তাহারা লোকটিকে পাকড়াও করিয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট লইয়া গেল। অতঃপর তিনি মহিলাটিকে লক্ষ্য করিয়া বলিলেনঃ তুমি চলিয়া যাও, (তোমার অনিচ্ছা এবং এমন কাজের প্রতি ঘৃণার কারণে) আল্লাহ্ তোমাকে ক্ষমা করিয়াছেন। আর যেই লোকটি তাহার সঙ্গে কুকর্ম করিয়াছে, তাহার সম্পর্কে লোকদিগকে বলিলেন, যাও, এই লোকটিকে রজম কর এবং তিনি বলিলেনঃ অবশ্য এই লোকটি এমন তওবা করিয়াছে, যদি মদীনার সমস্ত পাপীরা এইরূপ তওবা করিত তাহা হইলে সকলের পক্ষ হইতেও উহা কবুল হইত। —তিরমিযী ও আবু দাউদ
كتاب الحدود
وَعَنْهُ: أَنَّ امْرَأَةً خَرَجَتْ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُرِيدُ الصَّلَاةَ فَتَلَقَّاهَا رَجُلٌ فَتَجَلَّلَهَا فَقَضَى حَاجَتَهُ مِنْهَا فَصَاحَتْ وَانْطَلَقَ وَمَرَّتْ عِصَابَةٌ مِنَ الْمُهَاجِرِينَ فَقَالَتْ: إِنَّ ذَلِكَ الرَّجُلَ فَعَلَ بِي كَذَا وَكَذَا فَأَخَذُوا الرَّجُلَ فَأَتَوْا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهَا: «اذْهَبِي فَقَدْ غَفَرَ اللَّهُ لَكِ» وَقَالَ لِلرَّجُلِ الَّذِي وَقَعَ عَلَيْهَا: «ارْجُمُوهُ» وَقَالَ: «لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ تَابَهَا أَهْلُ الْمَدِينَةِ لَقُبِلَ مِنْهُمْ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ