মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৫৯২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. প্রথম অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৫৯২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ সেই চোরের উপর আল্লাহর অভিসম্পাত, যে একটি ডিম (অথবা একটি শিরস্ত্রাণ)। চুরি করিল আর তাহার হাত কাটা হইল এবং একটি রশি চুরি করিল আর তাহার হাত কর্তিত হইল। —মোত্তাঃ
كتاب الحدود
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ السارِقَ يسرقُ البيضةَ فتُقطعُ يَده وَيسْرق الْحَبل فتقطع يَده»
হাদীসের ব্যাখ্যা:
হাদীসটির অর্থ দুই ধরনের হইতে পারে। (এক) 'বায়যা' লৌহ নির্মিত শিরস্ত্রাণ। আর উহার মূল্য দশ দেরহাম কিংবা দীনারের চতুর্থাংশ মূল্যের অনেক বেশী হইতে পারে। আর ‘হাবল’ অর্থ, নৌকা সাম্পান, জাহাজ ইত্যাদি বাঁধিবার রশি। ইহার মূল্যও অনেক বেশী হইতে পারে। (দুই) কোন ব্যক্তি প্রথমে ডিম, রশি অর্থাৎ, খুব নগণ্য জিনিস চুরি করিল এবং তাহার এই বদ অভ্যাস পরে তাহাকে অনেক বড় বড় চৌর্যবৃত্তিতে পৌঁছাইয়া দিল, যাহার ফলে তাহার হাত কর্তিত হইল, এই কারণে এমন চোরের উপর আল্লাহর লা'নত করা হইয়াছে।