মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬০২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০২। হযরত আবু সালামা হইতে বর্ণিত, তিনি হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) চোর সম্পর্কে বলিয়াছেনঃ যদি সে চুরি করে, তবে প্রথমে তাহার (ডান) হাত (কব্জী পর্যন্ত) কাটিয়া দাও । যদি সে আবার (দ্বিতীয়বার) চুরি করে, তবে তাহার (বাম) পা (গোড়ালী পর্যন্ত) কাটিয়া দাও । যদি সে পুনরায় (তৃতীয়বার) চুরি করে এইবার তাহার (বাম) হাত (কব্জী পর্যন্ত) কাটিয়া দাও । আবার যদি সে (চতুর্থবার) চুরি করে, তবে তাহার (ডান) পা কাটিয়া দাও। —শরহে সুন্নাহ্
كتاب الحدود
وَعَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ فِي السَّارِقِ: «إِنْ سَرَقَ فَاقْطَعُوا يَدَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا رِجْلَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا يَدَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا رِجْلَهُ» . رَوَاهُ فِي شرح السّنة

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীস অনুযায়ী ইমাম শাফেয়ীর মায্হাব অর্থাৎ, তিনি বলেন, চারিবার চুরি করিলে চারিবার বিপরীত দিক হইতে তাহার হাত পা কাটা যাইবে। কিন্তু ইমাম আবু হানীফা (রঃ) বলেন, দুইবার পর্যন্ত বিপরীত দিক হইতে হাত পা কাটা যাইবে। যদি তৃতীয়বার চুরি করে, তাহা হইলে যাবজ্জীবন (মৃত্যু পর্যন্ত) কারাগারে আটক রাখিতে হইবে অথবা সে তওবা করিবে। যাহার ফলে সে কারামুক্তি পাইতে পারে। আমাদের দলীল হইল, এই ব্যাপারে সাহাবাদের ‘ইজমা' (ঐকমত্য) রহিয়াছে যে, ডান হাত এবং বাম পা কর্তনের পর আর তাহার অবশিষ্ট হাত বা পা কাটা হইবে না। উপরোক্ত হাদীস সপ্রমাণিত নহে। ইমাম তাহাবী কঠোরভাবে ইহার সমালোচনা করিয়াছেন। তাই 'হদ' নির্ধারণের বেলায় ইহা গ্রহণযোগ্য নহে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান