মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়

হাদীস নং: ৩৬০৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৫। হযরত ফাযালা ইবনে ওবায়দ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এক চোরকে আনা হইল। তাহার হাত কাটা হইল, পরে তিনি হুকুম করিলেন, এইবার তাহার কর্তিত হাত তাহার গলার মধ্যে ঝুলাইয়া দাও (যেন ইহা দেখিয়া অন্যান্য লোক সতর্ক হইয়া যায়)। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الحدود
وَعَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بسارقٍ فقُطِعَتْ يَدَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَعُلِّقَتْ فِي عُنُقِهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
tahqiqতাহকীক:তাহকীক চলমান