মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬০৮
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. তৃতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৮। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, একদা এক লোক তাহার একটি গোলামকে হযরত ওমর (রাঃ)-এর নিকট লইয়া আসিল এবং বলিল, ইহার হাত কাটিয়া দিন। কেননা, সে আমার স্ত্রীর আয়না চুরি করিয়াছে। উত্তরে ওমর (রাঃ) বলিলেন, তাহার হাত কাটা যাইবে না। কেননা, সে তোমাদেরই খাদেম (সেবক), সে তোমাদের মালই নিয়াছে। —মালেক
كتاب الحدود
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بِغُلَامٍ لَهُ فَقَالَ: اقْطَعْ يَدَهُ فَإِنَّهُ سرقَ مرآةَ لأمرأتي فَقَالَ عمَرُ رَضِي اللَّهُ عَنهُ: لَا قَطْعَ عَلَيْهِ وَهُوَ خَادِمُكُمْ أَخَذَ مَتَاعَكُمْ. رَوَاهُ مَالك
হাদীসের ব্যাখ্যা:
ওমর (রাঃ) এই কথার দিকে ইঙ্গিত করিয়াছেন যে, তোমাদের ঘরের অভ্যন্তরে তাহার আসা-যাওয়ার অনুমতি আছে। তোমাদের কোন মাল-সম্পদই তাহার দৃষ্টির বা নাগালের বাহিরে 'রক্ষিত' বা প্রচ্ছন্ন নহে। কাজেই সে যাহা লইয়াছে উহা চুরির আওতায় পড়ে না। এ কারণেই তাহার হাত কাটা যাইবে না। ইহাই হানাফী ইমামগণের ও ইমাম আহমদের মায্হাব। তবে অন্যান্য ইমামগণ বলেন, তাহার হাত কাটা যাইবে। কেননা, মালিকের অনুমতি ছাড়া তাহার কোন জিনিস লইলে উহা চুরি করার আওতায় পড়ে।