মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায়
হাদীস নং: ৩৬১১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডবিধির ব্যাপারে সুপারিশ
৩৬১১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহর দণ্ডবিধিসমূহ হইতে কোন একটি দণ্ডের ব্যাপারে সুপারিশ করিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সে যেন আল্লাহর সঙ্গে মোকাবেলায় লিপ্ত হইল। আর যে লোক জানিয়া শুনিয়া বাতিল বা অন্যায় সমর্থনে ঝগড়ায় লিপ্ত হইল, সে উহা বর্জন না করা পর্যন্ত আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টির মধ্যেই পড়িয়া রহিল। আর যে ব্যক্তি কোন মু'মিন সম্পর্কে এমন অপবাদ রটাইল, যেই দোষ তাহার মধ্যে নাই, যাবৎ না সে মুক্ত ও পবিত্র হইয়া যায় তাহার উক্তি হইতে (দুনিয়ায় থাকাকালে তওবা এবং ক্ষমা লওয়ার মাধ্যমে), আল্লাহ্ তা'আলা তাহাকে জাহান্নামীদের দূষিত রক্ত ও পুঁজের মধ্যে অবস্থান করাইবেন। —আহমদ ও আবু দাউদ। আর বায়হাকীর কিতাব শো আবুল ঈমানের এক রেওয়ায়তে আছে, যে লোক কোন ঝগড়া-বিবাদের মধ্যে কোন পক্ষের সাহায্য-সহযোগিতা করিল, অথচ তাহার এইটুকুও জানা নাই যে, উহা ন্যায় বা অন্যায়, তবে সে উহা পরিহার না করা পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টির মধ্যে থাকিবে।
كتاب الحدود
الْفَصْل الثَّانِي
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «مَنْ حَالَتْ شَفَاعَتُهُ دُونَ حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ فَقَدَ ضَادَّ اللَّهَ وَمَنْ خَاصَمَ فِي بَاطِلٍ وَهُوَ يَعْلَمُهُ لَمْ يَزَلْ فِي سُخْطِ اله تَعَالَى حَتَّى يَنْزِعَ وَمَنْ قَالَ فِي مُؤْمِنٍ مَا لَيْسَ فِيهِ أَسْكَنَهُ اللَّهُ رَدْغَةَ الْخَبَالِ حَتَّى يَخْرُجَ مِمَّا قَالَ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُد وَفِي روايةٍ للبيهقيِّ فِي شعبِ الْإِيمَان «مَنْ أَعانَ على خُصُومَةً لَا يَدْرِي أَحَقٌّ أَمْ بَاطِلٌ فَهُوَ فِي سَخطِ اللَّهِ حَتَّى ينْزع»
হাদীসের ব্যাখ্যা:
خبال (খাবাল)-এর এক অর্থ হইল পুঁজ, পচা রক্ত ইত্যাদি। আর এক অর্থ হইল, জাহান্নামের একটি নির্দিষ্ট জায়গার নাম।